আহমেদাবাদ : কড়া পদক্ষেপের পথে হাঁটল ডিজিসিএ।(DGCA )আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর নিরাপত্তার গাফিলতিতে এয়ার ইন্ডিয়ার ৩ উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ দিল দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক এই সংস্থা। সূত্রের খবর, বিমানের ‘ক্রু’-দের ‘রস্টারিং’ সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে ওই ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
Read More: ইরান-ইজরায়েল যুদ্ধ নিয়ে নীরবতা ‘কাপুরুষোচিত’ ও ‘নীতি বিরুদ্ধ’, কেন্দ্রকে তোপ সোনিয়ার
শুক্রবার ডিজিসিএ(DGCA )ওই আধিকারিকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল এয়ার ইন্ডিয়াকে। তার একদিন পরই তাঁদের অপসারণের নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা। এই তিন আধিকারিকের নাম হল চুরা সিং (ডিভিশানাল ভাইস প্রেসিডেন্ট), পিঙ্কি মিত্তাল (প্রধান ব্যবস্থাপক – ডিওপিএস, ক্রু শিডিউলিং) এবং পায়েল অরোরা (ক্রু শিডিউলিং – পরিকল্পনা)।

এদিন ডিজিসিএ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, বিমান এবং বিমানকর্মীদের নিরাপত্তায় এই তিন আধিকারিকের বিরুদ্ধে একাধিক গাফিলতির প্রমাণ মিলেছে। তাই এয়ার ইন্ডিয়াকে অবিলম্বে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, আগামী ১০ দিনের মধ্যে বিমান সংস্থাকে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। বিবৃতিতে ডিজিসিএ আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই তিন আধিকারিককে সংস্থার কোনও পদে রাখা যাবে না।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936366440011194372?s=19
গত ১২ জুন দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান এআই ১৭১। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক জনকে।