প্রতিবেদন : শুক্রবার থেকে হেডিংলেতে শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের প্রথম টেস্ট। প্রথম দিনেই চালকের আসনে ভারত।(Ind vs Eng) ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান তুলেছে টিম ইন্ডিয়া। সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন অধিনায়ক শুভমন গিল (১২৭*)। সঙ্গী ঋষভ পন্থ (৬৫*)। শনিবার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দিনের খেলা। সাবলীল ছন্দেই ইনিংস শুরু করেছেন দু’জন।
Read More: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে অপসারিত এয়ার ইন্ডিয়ার ৩ উচ্চপদস্থ আধিকারিক
এদিন নিশ্চিতভাবেই ভারতের লক্ষ্য থাকবে ৫০০-৫৫০ রান তুলে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।(Ind vs Eng) তবে ভারতীয় শিবিরের পরিকল্পনায় বাধ সাধতে পারে ইংল্যান্ডের আবহাওয়া। শনিবার হেডিংলেতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহবিদেরা।

ইংল্যান্ডের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। হাওয়ার গতিও কিছুটা বেশি থাকতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টে থেকে ভারী বৃষ্টি হতে পারে। তার খানিকটা আগে থেকে খারাপ হতে শুরু করবে আবহাওয়া। তৃতীয় সেশনে খেলা হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936368925304139806?s=19
উল্লেখ্য, মেঘলা আবহাওয়ার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহবিদেরা। ফলত আগামী দু’দিন বল আরও বেশি সুইং হওয়ার পরিস্থিতি তৈরি হবে। বাড়তি সুবিধা পেতে পারেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণেরা। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের রান ৩ উইকেট হারিয়ে ৩৯৩।