বেজিং: চিনের ভূমিতেই সংঘটিত হল ত্রিপাক্ষিক বৈঠক।(Trilateral Meeting) সেখানেই পারস্পরিক বোঝাপড়া আরও মসৃণ করতে উদ্যোগী বলে জানাল চিন, পাকিস্তান ও বাংলাদেশ। বৃহস্পতিবারের এই ত্রিপাক্ষিক বৈঠক হয় চিনের কুনমিংয়ে। সেখানেই চিন, পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধিরা হাজির হন। তিন দেশের মধ্যে বন্ধুত্ব ভারতের উপর কী প্রভাব ফেলতে পারে তা নিয়েই চলছে চর্চা।
Read More: হেডিংলেতে আরম্ভ দ্বিতীয় দিনের খেলা, সাবলীল ছন্দে ইনিংস শুরু ভারতের
এদিনের বৈঠকে(Trilateral Meeting) উপস্থিত ছিলেন চিনের উপবিদেশমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিকি এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকি। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচ। এই ত্রিপাক্ষিক বৈঠকটি আয়োজন করার জন্য চিনকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান।

বৈঠকে তিন দেশই বাণিজ্যিক সম্পর্ক মজবুত এবং পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করার ডাক দিয়েছে। এই প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, পাকিস্তান চিন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করতে চায়। বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক উন্নতি করার কথা বলেছে পাকিস্তান।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936415208970289411?s=19
আবার অন্যদিকে, শেখা হাসিনার সরকারের পতনের পর থেকেই পাক-বাংলাদেশ সম্পর্কে নতুন দিশা দেখছে ইউনূসের সরকার। মার্চ মাসে বেজিং সফরে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। চিনকে বাংলাদেশের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। পাকিস্তান ও চিনের সঙ্গে এই ত্রিপাক্ষিক বৈঠকও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। আগামীতে এই তিন দেশের কূটনৈতিক বন্ধুত্ব ভারতের জন্য সুখবর আনবে না বলেই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।