প্রতিবেদন : ফিফা ক্লাব বিশ্বকাপে(Fifa Club World Cup)চমক অব্যাহত ব্রাজিলীয় ফুটবল ক্লাবগুলির। বৃহস্পতিবার পিএসজিকে হারিয়েছিল বোতাফোগো। আর শুক্রবার ফ্ল্যামেঙ্গোর কাছে ১-৩ গোলে হারল চেলসি। সাম্বা-জাদুর সামনে দিশাহারা দেখাল ইংরেজ ক্লাবটিকে। একসময় এগিয়ে থেকেও শেষমেশ এল না জয়।
Read More: সম্প্রীতির অনন্য ছবি, দিঘার জগন্নাথধামের মহাপ্রসাদ বিতরণে এক হলেন হিন্দু-মুসলিম
এদিন খেলার ১৩ মিনিটে ফ্ল্যামেঙ্গোর ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো নেতো। আক্রমণ-প্রতি আক্রমণের লড়াইয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধে মাঠ ছাড়ে চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফ্ল্যামেঙ্গোর একের পর এক আক্রমণের মুখে ছন্নছাড়া হয়ে পড়ে তারা। ৬২ মিনিটে ফ্ল্যামেঙ্গোকে সমতা ফেরান ব্রুনো হেনরিক। ৩ মিনিট পর ফ্ল্যামেঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দানিলো। ৬৮ মিনিটে নিকোলাস জেকসন লাল কার্ড দেখায় বিপাকে পড়ে চেলসি। ম্যাচের ৮৩ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে ফ্ল্যামেঙ্গোর জয় নিশ্চিত করেন ওয়ালাস ইয়ান।(Fifa Club World Cup)

উল্লেখ্য, ৩৩ বছর পর ইউরোপের কোনও ক্লাবের বিরুদ্ধে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল দক্ষিণ আমেরিকার কোনও ক্লাব। শেষ বার ১৯৯২ সালে বার্সেলোনার বিরুদ্ধে এই অর্জন করেছিল সাও পাওলো। এদিন সেই কীর্তি ছুঁল ফ্ল্যামেঙ্গো। জয়ের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতার শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936426375336034573?s=19