কলকাতা: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। এবার বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কের মুখে অধ্যাপক তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।(Bengal BJP)রাজ্যের আইনকে ‘সোনাগাছির যৌনকর্মী’দের সঙ্গে তুলনা করে বিপাকে সুকান্ত। সুকান্ত মজুমদারের মন্তব্যে বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।
Read More: সাম্বা জাদুতে কুপোকাত চেলসি, ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট পাকা করল ফ্ল্যামেঙ্গো
সম্প্রতি এক্স হ্যান্ডেলে তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি গাড়িতে বসে রয়েছেন সুকান্ত। পুলিশদের লক্ষ্য করে বিজেপি রাজ্য সভাপতি (Bengal BJP)বলেন, “আপনারা আইনটাকে সোনাগাছির সেক্স ওয়ার্কারে (যৌনকর্মী) পরিণত করেছেন। পশ্চিমবঙ্গের আইনটা।” কীভাবে একজন জনপ্রতিনিধি এমন মন্তব্য করেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে প্রতিবাদে গর্জে উঠেছে শাসকদল।

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে দেবাংশু ভট্টাচার্য পোস্ট করেছেন। অনুব্রতর কুমন্তব্যর প্রসঙ্গ তুলে তাঁর খোঁচা, “হে বিজেপি, পোড়া মুখ কত হবে কালো? অনুব্রতে অপরাধ, সুকান্তে ভালো?”
পাশাপাশি, সুকান্ত মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বলেন, “গত কয়েকদিন ধরে সুকান্ত কুৎসিত কথা বলছেন। উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছির সেক্স ওয়ার্কার বলে। তাঁদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি রাজনৈতিক তুলনা করে বিকৃত বিবৃতি দিয়েছেন। এই মা-বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1936429127722307610?s=19
তিনি আরও বলেন, “এটা বিজেপির দৃষ্টিভঙ্গি। এরা মা-বোনেদের কুৎসিতভাবে দেখে। একজন বলেছিলেন বীরবাহা হাঁসদা জুতার তলায় থাকা উচিত। এখন সোনাগাছির সেক্স ওয়ার্কারদের অপমান করেছেন। ওঁরা বাধ্য হয়ে একটা পেশায় আছেন। আপনার কোন অধিকার আছে সেই পেশায় থাকা মা-বোনেদের অপমান করার?” এই মর্মে তিনি দাবি করেন, সুকান্ত মজুমদারকে সোনাগাছির যৌনকর্মীদের উদ্দেশে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে।