প্রতিবেদন: ইন্দোরের বাসিন্দা রাজা এবং সোনমের বিয়ে হয় গত ১৯ মে। ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী।(Sonam Raghubangshi ) ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। কিন্তু তখনও নিখোঁজ সোনম। এই ঘটনায় এবার চাঞ্চল্যকর ভিডিও সামনে এল। এবার প্রকাশ্যে এল মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডের ঘটনার কয়েকঘণ্টা আগের ভিডিও!
Read More: খিদিরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
গত ২৩ তারিখ সকাল ৯ টা ৪৫ নাগাদ এক পর্যটকের রেকর্ড করা ওই ভিডিওতে সোনম(Sonam Raghubangshi)ও রাজাকে দেখা গিয়েছে। রঘুবংশী ও সোনম রঘুবংশীকে পাহাড়ি রাস্তায় ট্রেক করতে দেখা যাচ্ছে ওই ভিডিওতে। এদিকে ওই দিনই সোনম ও তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা তিন ভাড়াটে খুনিকে সঙ্গে নিয়ে এদিন বিকালেই রাজাকে খুন করে একটি নদীর ঘাটে ফেলে দেয়।

দেব সিং নামের এক পর্যটকের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে সোনম ও রাজাকে। এই ভিডিওতে একটি সাদা টি-শার্ট পরা অবস্থায় সোনমকে আগে হেঁটে যেতে দেখা যাচ্ছে। তাঁর পিছনেই হাঁটছেন রাজা। এদিকে যে টি-শার্ট পরা অবস্থায় সোনমকে ওই ভিডিওতে দেখা গিয়েছে, ওই সাদা টি-শার্টটি রাজার মৃতদেহের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। এ প্রসঙ্গে দেব বলেন, “গত ২৩ মে মেঘালয়ে ঘুরতে গিয়ে একটি ভিডিও করেছিলাম। গতকাল ওই ভিডিওটি পর্যালোচনা করতে দেখি অপ্রত্যাশিতভাবে ভিডিওটিতে ইন্দোরের দম্পতিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1934584263959318961
প্রসঙ্গত, ক্রমশ ঘটনার তদন্ত যত এগোচ্ছে, ততই একের পর এক তথ্য সামনে আসছে। রাজাকে খুনের পরিকল্পনা থেকে শুরু করে সোনমের নিখোঁজ হওয়া সমস্ত জট একে একে প্রকাশ্যে আসতে থাকে। এরপরেই এই ভিডিও সামনে এসেছে। এই ভিডিও তদন্তে কী নয়া মোড় আনে তার দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।