প্রতিবেদন : রবিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে খিদিরপুর অরফ্যানগঞ্জ মার্কেটে।(Khidirpur Fire) বহু পুরোনো এই বাজারে রয়েছে দামী মশলা থেকে ফল, নিত্যপ্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসপত্রের দোকান। আগুন লেগে কমপক্ষে ১৩০০ দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সোমবার রাজ্য বিধানসভা থেকে সোজা খিদিরপুরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি খরচে বাজার এবং আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মমতা। আপাতত ওই অগ্নিদগ্ধ এলাকায় ব্যারিকেড করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
Read More: আমেরিকার হুঁশিয়ারি সত্ত্বেও ইজরায়েলের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার। কোনও খরচ দিতে হবে না ব্যবসায়ীদের। কর্পোরেশন যে মার্কেটটি তৈরি করবে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে। থাকবে যথোপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা। যতক্ষণ না নতুন মার্কেট তৈরি হবে ততদিন ব্যবসায়ীদের জন্য অস্থায়ী জায়গার বন্দোবস্ত করা হবে। পুরো দোকান পুড়ে গেলে ১ লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা দেবে রাজ্য। কার কার দোকান জ্বলে গিয়েছে, কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হবে। সেই অনুযায়ী একটি রিপোর্টও তৈরি করা হবে।”

প্রসঙ্গত, রবিবার রাত ১টা নাগাদ খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেটে আগুন লেগে যায়।(Khidirpur Fire) সেখানে রয়েছে তেল এবং মাখনের গুদাম। তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একের পর এক দোকান এবং গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। সোমবারও পকেট ফায়ার রয়ে যায় কিছু এলাকায়। মার্কেটে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934582664331432430