লস অ্যাঞ্জেলেস: গত কয়েক দিনে লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফর্নিয়ার বিভিন্ন প্রান্তে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দফতরের আধিকারিকেরা হানা দেন। শুক্রবার থেকে রবিবার সকাল পর্যন্ত অভিবাসন দফতর ১১৮ জনকে গ্রেফতার করেছে। এর প্রতিবাদেই বিক্ষোভ শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসে এবং বিক্ষোভের তেজ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। লস অ্যাঞ্জেলেস শহরে ২০০০ ন্যাশনাল গার্ড নামায় হোয়াইট হাউস। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ার গভর্নরের।(Governor of California)
Read More: সরকারি অফিসে আগুন, মণিপুরে দফায় দফায় সংঘর্ষ! পাল্টা কাঁদানে গ্যাস নিরাপত্তাবাহিনীর
এরপরেই পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। ট্রাম্পের বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। চলছে রবার বুলেট, কাঁদানে গ্যাসও। রবিবার লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল এবং মরিচ গুঁড়োর বল ছোড়েন ন্যাশনাল গার্ডের সদস্যেরা। তার পরেই সেখানকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করলেন ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর(Governor of California) গাভিন নিউসাম। রবিবার তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর অভিযোগ, কোনও রকম আলোচনা ছাড়়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের জন্যই এই পরিস্থিতি বলে মার্কিন প্রেসিডেন্টকে তোপ দাগেন নিউসাম।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932010830633246899
আবার, লস অ্যাঞ্জেলেসের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে রবিবার নিউ জার্সিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমার ছোট একটি বক্তব্য রয়েছে। তা হল, ওরা থুতু ছিটিয়েছ, আমরা মেরেছি।”পাশাপাশি ট্রাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ আমাদের পুলিশ আধিকারিক, সেনার দিকে থুতু ছেটাবে, এটা মেনে নেওয়া হবে না। যদি এটা হয়, তা হলে কঠোর ভাবে তা দমন করা হবে।”