প্রতিবেদন: ভারতের অপারেশন সিঁদুরে জেরবার পাকিস্তান। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ভারত-পাক জট কাটছে না। সম্প্রতি পাক দূতাবাসের আধিকারিককে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল ভারত। এবার ভারতের পথেই হাঁটছে ইসলামাবাদ। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে(Indian Embassy Staff) ‘অবাঞ্ছিত’ (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করে বহিষ্কারের নির্দেশ দিল শাহবাজ় শরিফের সরকার। এমনকি ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে পাকিস্তান ছাড়ার সময়য়ীমাও বেঁধে দিয়েছে ইসলামাবাদ।
Read More: ধেয়ে আসছে কালবৈশাখী, কবে কমবে তাপমাত্রা! জানাল হাওয়া অফিস
বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করে একথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ওই কর্তা পাকিস্তানে তাঁর সরকারি মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন। সেই কারণে পাকিস্তান সরকার তাঁকে ‘অবাঞ্ছিত’ ব্যক্তি বলে মনে করছে। ইসলামাবাদে ভারতীয় শীর্ষ কূটনীতিককে (চার্জ ডি’অ্যাফেয়ার্স) তলব করে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা (কূটনৈতিক পরিভাষায় ডিমার্শ) দেওয়া হয়েছে। তবে কী কারণে ভারতীয় হাই কমিশনের ওই আধিকারিককে(Indian Embassy Staff) বহিষ্কার করা হল, তা স্পষ্ট করে উল্লেখ করেনি পাক বিদেশ মন্ত্রক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922567247433723917
মঙ্গলবারই ভারত সরকারও দিল্লির পাক হাই কমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ ব্যক্তি বলে ঘোষণা করে। একই সঙ্গে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ারও নির্দেশ দেওয়া হয়। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদ একই পদক্ষেপ করল। ভারত সরকারও জানায়নি ঠিক কী কারণে ওই পাক কূটনীতিক বহিষ্কার করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ভারতের সিদ্ধান্তের ‘বদলা’ নিতেই পাকিস্তানও তড়িঘড়ি একই পদক্ষেপ নিয়েছে।