কলকাতা: তীব্র দাবদাহে পুড়ছে সারা রাজ্য তথা কলকাতা। ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রা কমছে না। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি সন্ধ্যা নামলেই। কিন্তু দিনের বেলায় তাপপ্রবাহ চরমে। এই গরমে নাজেহাল অবস্থা থেকে সাধারণ মানুষ স্বস্তি পাবেন কবে? শুক্রেই কালবৈশাখী! কমতে পারে তাপমাত্রা, এমনটাই জানাল হাওয়া অফিস।(Weather Office)
Read More: কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা! বিতর্কের মুখে বিজেপি মন্ত্রী
আবহাওয়া দফতর(Weather Office) জানাচ্ছে, বুধবার তাপপ্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বৃহস্পতিবারও তাপপ্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সব জেলাতেই গরম এবং অস্বস্তি চরমে উঠবে।
জানানো হয়েছে, বুধ-বৃহস্পতি দুইদিনই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে বাড়বে বৃষ্টি। শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922565601530200101
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।