প্রতিবেদন : এবার ভারতের উপর সাইবার হানার(Cyber Attack)চেষ্টা চালাল পাকিস্তান। সোমবার মহারাষ্ট্র সাইবার সেলের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের তরফে ১৫ লক্ষ বার ভারতে সাইবার হানার চেষ্টা করা হয়েছে! তবে প্রায় সব চেষ্টাই ব্যর্থ। মূলত বিমানবন্দর এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির ওয়েবসাইটে সবচেয়ে বেশি সাইবার হানার চেষ্টা করেছে তারা।
Read More: ‘সুদর্শন চক্রে’ দিশেহারা পাক মুলুক! রাশিয়া থেকে আরও এস-৪০০ আনছে ভারত
গত এপ্রিল মাসের ২২ তারিখে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত হন ২৬ জন নিরীহ মানুষ। তার ঠিক ১৫ দিন পর ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাক অধীকৃত কাশ্মীর ও পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। সেই প্রত্যাঘাতের পর পাকিস্তানের সেনার তরফে একাধিকবার সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে ড্রোন, মিসাইল হামলার চেষ্টা করা হয়। যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সেই হামলা মাঝ আকাশেই প্রতিহত করে। ভারতের পালটা প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি ও সেনা ছাউনি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এরপরই গত ১০ মে ভারতের কাছে সংঘর্ষবিরতি আবেদন জানায় পাক সেনা। সেই আবেদনে সাড়া দেয় ভারত। এরই মধ্যে ভারতে একাধিকবার সাইবার হানার(Cyber Attack)চেষ্টা করল পাকিস্তান।।মহারাষ্ট্রের সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাকিস্তানের সাতটি অ্যাডভান্স পারসিসটেন্স থ্রেট গ্রুপ এই হামলা চালানোর চেষ্টা করে। তাদের একাধিকবার প্রতিহত করা সম্ভব হলেও মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তথ্য চুরি করতে সক্ষম হয়েছে তারা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922360340144148828?s=19
এর পাশাপাশি ইলেকশন কমিশনের ওয়েবসাইটেও সাইবার হামলা করা হয়েছে। এপ্রসঙ্গে মহারাষ্ট্র সাইবার সেলের এডিজি যশস্বী যাদব বলেন, “এখনও ভারতের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে সাইবার হামলার চেষ্টা চলছে। তবে শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে চেষ্টা করা হচ্ছে সাইবার হামলার।”