প্রতিবেদন : পাক আক্রমণকে প্রতিহত করেছে ভারতের ‘রক্ষাকবচ’ এস-৪০০(S400) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এবার রাশিয়ার কাছ থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনছে ভারত। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এমনটাই।
Read More: ভারতে ১৫ লক্ষ বার সাইবার হানার ছক পাকিস্তানের! প্রকাশ্যে রিপোর্ট
গত এপ্রিলে ঘটে যাওয়া পহেলগাঁও হামলার প্রত্যাঘাতস্বরূপ ৭ মে পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায় পাকিস্তান। সাফল্যের সঙ্গে সেই হামলা প্রতিহত করেছে ভারতের এস-৪০০(S400) প্রতিরক্ষা ব্যবস্থা। অধিকাংশ ক্ষেত্রে আকাশেই ধ্বংস হয়েছে পাক ড্রোন ও মিসাইল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922358379919355938?s=19
সেনার বক্তব্য, নিপুণ ও নিখুঁতভাবে রক্ষাকবচের কাজ করেছে এস-৪০০। ফলে ভারতীয় সেনার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মস্কো থেকে আরও কয়েকটি এস-৪০০ আনতে চলেছে নয়াদিল্লি। আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ায় তৈরি। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে ‘সুদর্শন চক্র’। ৪০০ কিলোমিটার দূর থেকে তা ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। আপাতত ভারতের চারটি জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটে রয়েছে এস-৪০০। এছাড়াও রাজস্থান এবং গুজরাট সীমান্তেও রয়েছে এই সিস্টেম।