রাজ্যজুড়ে বিভিন্ন জেলার সমবায় ব্যাঙ্ক পরিচালন সমিতিগুলির নির্বাচনে অব্যাহত তৃণমূলের জয়জয়কার। এবার হাওড়ার শিবপুর সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ৬০টি আসনের সব ক’টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। গত ১৮ ও ১৯ নভেম্বর এই আসনগুলির মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ২১ নভেম্বর ছিল স্ক্রুটিনি। বিরোধীরা কোনও মনোনয়ন দাখিল করতে না পারায়, ২২ নভেম্বর তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে এই মর্মে সাংবাদিক বৈঠক করেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “বিরোধীরা কুৎসা-অপপ্রচার করে চলেছে, একটি আসনেও তারা প্রার্থী দিতে পারেনি। অনলাইনে মনোনয়ন পেশের জন্য ফর্ম তোলা ও জমা দেওয়ার ব্যবস্থা ছিল। তবুও বিরোধীরা একটি আসনেও প্রার্থী খুঁজে পেলেন না!” জয়ের পর এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা উদযাপনে মেতে ওঠেন। মিষ্টি বিতরণও করা হয়।