প্রতিবেদন : আহমেদাবাদের বিমান-বিভীষিকার রেশ কাটেনি এখনও। এর মধ্যেই ফের বিতর্কের মুখে এয়ার ইন্ডিয়া। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার অন্যত্র ঘুরিয়ে দেওয়া হল ভারতমুখী বিমান! রবিবার রাতে লন্ডন থেকে চেন্নাইমুখী বিমান ফিরে যায় হিথরো বিমানবন্দরে। আবার সোমবার সকালে হংকং থেকে দিল্লি আসার বিমানও মাঝআকাশ থেকে হংকংয়ে ফিরে যায়।(Emergency Landing) দুই ক্ষেত্রেই উঠেছে বিমানের যান্ত্রিক ত্রুটির অভিযোগ। ঘটনাচক্রে, তার মধ্যে একটি বিমান এয়ার ইন্ডিয়ার। আহমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনার পরেও কেন সতর্ক হচ্ছে না উড়ান সংস্থাগুলি? উঠছে প্রশ্ন।
Read More: মহিলাদের ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান
প্রথম ঘটনাটি ঘটেছে লন্ডনে। রবিবার লন্ডন থেকে চেন্নাই আসার কথা ছিল ব্রিটিশ এয়ারওয়েজের বিমানের। নির্দিষ্ট সময়ের চেয়ে ৩৬ মিনিট দেরিতে যাত্রা শুরু করে বিমানটি। কিন্তু মাঝআকাশে ফের বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। হিথরো বিমানবন্দরেই ফের জরুরি অবতরণের(Emergency Landing) সিদ্ধান্ত নেয় বিমানটি। তবে নামার আগেও দীর্ঘক্ষণ ডোভার প্রণালীর উপর চক্কর কাটতে থাকে তা। শেষ পর্যন্ত নিরাপদে লন্ডনে নামানো হয়েছে বিমানটিকে। আর কয়েকঘণ্টার মধ্যেই ফের একই ঘটনা ঘটল দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানে। সূত্রের খবর, সোমবার সকালে হংকং থেকে দিল্লিতে আসার কথা ছিল এআই৩১৫ উড়ানের। কিন্তু আবারও টেক অফের পরে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির শিকার হয় বিমানটি। প্রায় দেড়ঘণ্টা আকাশে ওড়ার পর বিমানটিকে হংকংয়ে অবতরণ করানো হয়।

উল্লেখ্য, দিনকয়েক আগে আহমেদাবাদে ভেঙে পড়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার-৮ মডেলের বিমানই এদিন হংকং থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। একইদিনে ভারতমুখী জোড়া বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিতেই সংশয়ের মুখে উড়ানের রক্ষণাবেক্ষণ। টেক অফ করার আগে কি আদৌ পর্যাপ্ত চেকিং করা হয় কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। আহমেদাবাদ দুর্ঘটনার পর থেকেই বিমান পরিচালনায় গাফিলতির নানা তত্ত্ব উঠে আসছে। একই দিনে পরপর দু’বার মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির ঘটনা সেই তত্ত্বকেই উসকে দিচ্ছে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানগুলিতে পর্যাপ্ত চেকিংয়ের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। তা সত্ত্বেও কেন যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটছে টেক অফের পর? প্রশ্ন তুলে সরব হয়েছে একাধিক মহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934617964395000283?s=19