ছাত্রছাত্রীদের জন্য সুখবর আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার শিক্ষাবর্ষের শুরুতেই স্কুলের ইউনিফর্ম পাবে পড়ুয়ারা। জানুয়ারি মাসেই রাজ্যের ১ কোটি ১৭ লক্ষ পড়ুয়াকে এক সেট করে ইউনিফর্ম দেবে রাজ্য। একই সঙ্গে রয়েছে নতুন জুতো ও ব্যাগ দেওয়ার পরিকল্পনাও। প্রতি বছর অষ্টম শ্রেণি পর্যন্ত প্রত্যেক পড়ুয়াকে বিনামূল্যে দু’সেট করে ইউনিফর্ম দেওয়া হয়। তবে এতদিন পোশাকের প্রথম সেট পড়ুয়ারা হাতে পেত মার্চ-এপ্রিলে। তারপর শুরু হত দ্বিতীয় সেট দেওয়ার কাজ। এবার আর দেরি হবে না একেবারেই। বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের এক বৈঠকে ইউনিফর্ম তৈরির দায়িত্বে থাকা দফতরগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, অর্থসচিব প্রভাত মিশ্র, শিক্ষাসচিব বিনোদ কুমার, ক্ষুদ্রশিল্প সচিব রাজেশ পান্ডে। ভার্চুয়ালি যোগ দেন পঞ্চায়েত সচিব পি উলগানাথান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অনুমোদিত মাপ এবং ডিজাইন অনুযায়ী সেই কাপড় কেটে সেলাই করে পঞ্চায়েত দফতরের ‘আনন্দধারা’ প্রকল্পের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২৫ নভেম্বর থেকে সেলাইয়ের জন্য কাপড় দেওয়ার কাজ শুরু করবে ক্ষুদ্র শিল্প দফতর। ২০২৪-এর ছাত্রছাত্রীদের সংখ্যার ভিত্তিতে ২০২৫-এ কত সেট পোশাক প্রয়োজন, সেই হিসেব করা হয়েছে। শিক্ষাবর্ষ শুরুর পর এই সংখ্যা সামান্য কমবেশি হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে রাজ্য।