আবার রেল দুর্ঘটনা। আজ কিছুক্ষণ আগে শ্রীরামপুর স্টেশন ঢোকার মুখেই একটি লোকো ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে আপ শেওড়াফুলি লোকাল। দুমড়ে-মুচড়ে যায় ইঞ্জিনের সামনের অংশ। তবে এড়ানো গেছে আরও বড় ক্ষতি।
আজ হাওড়া স্টেশন থেকে বিকেল থেকে ৩টে ৫০মিনিটে ছেড়েছিল আপ শেওড়াফুলি লোকাল। তারপর শ্রীরামপুর স্টেশনে ঢোকার মুখেই ঘটে বিপত্তি। স্থানীয়রা জানিয়েছেন, লাইনে মেরামতের কাজ চলছিল। আচমকাই লোকো ইঞ্জিনটিতে ধাক্কা মারে ২ নম্বর প্ল্যাটফর্মে আসা ট্রেনটি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ডাউন লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আচমকাই একই লাইনে চলে আসে ওই লোকো ইঞ্জিন এবং আপ শেওড়াফুলি লোকাল। চালক এমার্জেন্সি ব্রেক মেরে ট্রেন থামানোর চেষ্টা করলেও এড়ানো যায়নি দুর্ঘটনা।
সূত্রের খবর, লোকো ইঞ্জিনের চালক সহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আরপিএফ বা জিআরপি পৌঁছনোর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের নিয়ে যাওয়া হয়েছে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। সূত্রের খবর, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।