মানুষের প্রসংশা নয় বরং সকলের অভিযোগের আঙুল উঠে থাকে বিজেপির দিকে। ভোটের আবহেও বহাল রইল সেই ধার। তবে এবার স্বয়ং নির্বাচন কমিশনের কাছে অভিযুক্ত হল বিজেপি। চন্ডীতলায় অনুমতি ছাড়া প্রচার করার জন্যে বিজেপিকে নোটিশ জানাল কমিশন।
২৯ মার্চ প্রচারের অনুমতি না নিয়েই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার চণ্ডীতলা ২ ব্লকের বাকসা, চণ্ডীতলা-সহ বেশ কয়েকটি জায়গায় প্রচার করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মনোনয়নপত্র জমা পড়ার আগে পর্যন্ত কোনও জায়গায় প্রার্থী প্রচার চালালে তার জন্য দলের তরফে অনুমতি নিতে হয়। এজন্য প্রশাসন সমাধান নামে একটি অ্যাপ চালু করেছে। তা সত্বেও নিয়ম মানেননি দেবজিৎ। কেন অনুমতি না নিয়েই এই প্রচার করা হল ২৪ ঘন্টার মধ্যে তার কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছে।
স্বভাবমতই বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার বলেন, এখনও পর্যন্ত এরকম কোনও চিঠি এসেছে বলে আমার জানা নেই। তবে চিঠি পেলে নিশ্চই নির্দিষ্ট সময়ের মধ্যেই যথাযথ উত্তর দেব।প্রচারের জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা জানতে চেয়ে ওই এলাকার যুব নেতা কৌশিক শীল বিডিওকে চিঠি দেন। পাশাপাশি অনুমতি না নেওয়া হলে বিধিভঙ্গের অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। তারপরিপ্রেক্ষিতেই কমিশনের প্রতিনিধি হিসাবে এআরও বিজেপির শ্রীরামপুর মহকুমার সভাপতিকে কারণ দর্শানোর নোটিস দেন। এই ঘটনা আবারও প্রমাণ করল আইন অমান্যেই অধিক মন বিজেপির।