উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এবারের নির্বাচনে আশাবাদী যে, তিনি গতবারের থেকেও বেশি ভোটের ব্যবধানে জিতবেন। প্রচারে বেরিয়ে মানুষের উৎসাহ দেখে তাঁর মনে এই ধারণার সৃষ্টি হয়েছে। সাজদা আহমেদের প্রচারের রণকৌশল ঠিক করতে বৃহস্পতিবার বিকেলে আমতায় কর্মীসভা করল তৃণমূল। এদিনের কর্মী সভায় উলুবেড়িয়া উত্তর, আমতা ও উলুবেড়িয়া পূর্ব বিধানসভা এলাকা থেকে অনেক তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, মন্ত্রী নির্মল মাজি, বিধায়ক পুলক রায়-সহ অনেকেই।
তৃণমূলের জয় নিশ্চিত হলেও কর্মীদের আত্মতুষ্টিতে না থাকার কথা বলেন মন্ত্রী নির্মল মাজি। তিনি জানান, “ভোটের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়ে মানুষের সঙ্গে নিবিড় সংযোগ বজায় রাখতে হবে”। কীভাবে প্রচার চালাতে হবে, প্রচারে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনাও হয় এই সভায়। তবে মমতা বন্দোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের যে আস্থা আছে এই নির্বাচনেও তার সুফল পাওয়া যাবে ধারণা সাজদা আহমেদের। তিনি বলেছেন, “প্রচারে মানুষের যেভাবে সাড়া পাচ্ছি তাতে অভিভূত। গতবারের চেয়ে বেশি ব্যবধানে জয়ের৷ ব্যাপারে নিশ্চিত আমি”।