সম্প্রতিই বিধানসভা উপনির্বাচনে বাংলা জুড়ে ফের ফুটেছে ঘাসফুল। আজ, সোমবার বিধানসভায় শপথ নেবেন উপনির্বাচনের বিজয়ী ছয় তৃণমূল প্রার্থীরা। শপথগ্রহণ করাবেন রাজ্যপাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। থাকবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিনই শপথগ্রহণ অনুষ্ঠানের পর ক্যাবিনেট মিটিং করবেন মমতা। বিধানসভাতেই অনুষ্ঠিত হবে ক্যাবিনেট বৈঠক। সমস্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক করে নির্দেশ দেবেন মমতা।
পাশাপাশি, বিধানসভায় উপস্থিত থেকে ছয় বিজয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার রাজ্যপালের সচিবালয়ের তরফে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে একথা জানানো হয়েছে। এর আগে বরানগর ও ভগবানগোলার প্রার্থীদের শপথ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার আর জট তৈরি হয়নি।