বারবার প্রকাশ্যে এসেছে প্রশাসনিক ব্যর্থতা। কার্যত অপরাধীদের অবাধ বিচরণক্ষেত্র হয়ে উঠেছে রাজধানী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা দিল্লী পুলিশ রাজধানী দিল্লীর বিভিন্ন প্রান্তে একের পর এক ঘটতে থাকা নৃশংস অপরাধ নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ৷ প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। বারবার তাদের উপরে যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। ঘটছে অন্যান্য অপরাধও৷ দিল্লী পুলিশের জওয়ানরাও বেশ কয়েকবার অপরাধীদের নিশানা হয়েছেন৷ এমতাবস্থায় অবিলম্বে দিল্লির সর্বত্র আইনের শাসন বহাল করতে হবে, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই দাবি তুলে শুক্রবার সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখায় আম আদমি পার্টি৷ বিক্ষোভে আপ-র সঙ্গে যোগ দিয়েছিল তৃণমূল কংগ্রেসও৷
এদিন তৃণমূলের তিন সাংসদ কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ এবং নাদিমুল হক। আম আদমি পার্টির সাংসদদের সঙ্গে একযোগে দিল্লীর নিরাপত্তা নিয়ে সরব হন তাঁরা ৷ সবার হাতেই ছিল প্ল্যাকার্ড, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে থাকা দিল্লী পুলিশের অপদার্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়৷ পরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক বলেন, “দিল্লী পুলিশের ব্যর্থতার দায় এড়াতে পারেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ কারণ তিনি এবং তাঁর স্বরাষ্ট্র মন্ত্রকই দিল্লী পুলিশকে নিয়ন্ত্রণ করে থাকে৷ এই কারণেই আমরা আম আদমি পার্টির বিক্ষোভকে সমর্থন জানিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলাম৷” আপ সাংসদ সঞ্জয় সিংয়ের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর নিয়ন্ত্রণে থাকা দিল্লী পুলিশের মাধ্যমে রাজধানীর নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন৷ শাহের আমলে দিল্লী দেশের অপরাধের রাজধানী হয়ে উঠেছে৷ এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে সংসদে দাঁড়িয়ে দিল্লীর নিরাপত্তা নিয়ে বিবৃতি দিতে হবে, এমনই দাবি করেছেন তিনি।