আরও একবার পাহাড়প্রমাণ দুর্নীতির পদাঁফাস হল বিজেপিশাসিত গুজরাতে। খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে ধরা পড়ল ৬০০০ কোটি টাকারও বেশি পনজি স্কিম বা ভুয়ো বিনিয়োগ প্রকল্প! মানুষকে প্রতারণা করার এই বিশাল ফাঁদ পাতার নেপথ্যে অন্যতম চক্রী হলেন বিজেপিরই এক নেতা! আপাতত বেপাত্তা তিনি। মোদীর নিজের রাজ্যে তাঁরই দলের নেতার এমন দুর্নীতি স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি করেছে রাজনৈতিক আঙিনায়
প্রাথমিক তদন্ত অনুযায়ী, উত্তর গুজরাতের সবরকান্থা জেলা থেকেই গোটা রাজ্যে এবং তার বাইরের বিভিন্ন এলাকায় চালানো হত এই ব্যবসা। এবার তা হাতেনাতে ধরল সিআইডি।ফের স্পষ্ট হয়ে গেল, কেন্দ্রে এবং রাজ্যে দীর্ঘদিন ধরে শাসন-ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে কেমন করে আমজনতাকে ঠকাচ্ছে বিজেপির একশ্রেণির নেতা-কর্মী। তদন্ত যতই গভীরে যাচ্ছে, ততই বেআব্রু হয়ে উঠছে গেরুয়া-নেতাদের কুকীর্তি।