শিল্পক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে অভিনব পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ থেকেই ‘দুয়ারে সরকার’ কর্মসূচির আদলে রাজ্যের ব্লকে-ব্লকে ও পুর-এলাকায় শুরু হচ্ছে শিল্প সমাধান শিবির। বিভিন্ন প্রান্তে শিল্প প্রসারের লক্ষ্যে পৌঁছবেন রাজ্য সরকারের জনপ্রতিনিধিরা। সেই শিবিরে ছোট, মাঝারি, ক্ষুদ্র এবং বস্ত্রশিল্পের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করা যাবে। পাশাপাশি, শিল্প সংক্রান্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কারও কোনও সমস্যা হলে, তার সমাধানও মিলবে এই শিবিরে। সোমবার থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন জেলার প্রতিটি ব্লক ও পুর-এলাকায় হবে এই শিবির। চলবে ২০ ডিসেম্বর অবধি।
উল্লেখ্য, উক্ত শিবিরগুলি থেকে সহজে ঋণের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প, কারিগরদের জন্য সহায়ক সরঞ্জামের আবেদন, খাদি ও তাঁতশিল্পীদের জন্য প্রকল্পের সুবিধা, প্যানকার্ড না থাকলে সরকারি উদ্যোগে প্যান কার্ড তৈরি করে দেওয়া-সহ ১২ ধরনের পরিষেবাও দেওয়া হবে। ডিসেম্বর মাসটিকে শিল্পোদ্যোগের মাস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই লক্ষ্য। নতুন বছরের শুরুতে কলকাতায় রয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। তার আগেই শিল্পক্ষেত্রে কর্মসংস্থানে জোর দিতে বিশেষ তৎপর রাজ্য।