আর বেশি দেরি নেই। আগামী ২০২৫-এর গোড়ার দিকেই রয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আগামীকাল, অর্থাৎ শুক্রবার সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন আলিপুরের অতিথিশালা সৌজন্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার। থাকবেন রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিরা। থাকার কথা বণিকসভার প্রতিনিধিদেরও।
প্রসঙ্গত, রাজ্য শিল্প দফতর এই বৈঠকের দায়িত্বে থাকলেও সম্মেলনের সঙ্গে যুক্ত সব দফতরের সচিবরাই থাকবেন। ২০২৫–এর ৫ ও ৬ ফেব্রুয়ারি হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে থাকবেন দেশ ও বিদেশের শিল্পপতিরা। থাকবেন ভুটানের রাজা। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সম্মেলনের বাকি কর্মসূচি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণেই হওয়ার কথা। বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে সেখানে।