শনিবার প্রকাশ্যে আসতে চলেছে রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ছয়টি আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল। ‘সবেধন নীলমণি’ মাদারিহাটেও পিছিয়ে রয়েছে গেরুয়াশিবির। রাজনীতির কারবারিদের মতে, এই কেন্দ্রটি বিজেপির হাতছাড়া হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।উপনির্বাচন হয়েছে মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া কেন্দ্রে।
ভোটগণনার দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপির হাতে থাকা মাদারিহাটে ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। তালড্যাংরায় দ্বিতীয় রাউন্ড শেষে ৩৭৮০ ভোটে এবং নৈহাটিতে ষষ্ঠ রাউন্ড শেষে ২৯,৯৩১ ভোটে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। মেদিনীপুরে তৃতীয় রাউন্ড শেষে তারা এগিয়ে ৮৯৩২ ভোটে। সিতাইয়ে জয় কার্যত নিশ্চিত তৃণমূলের। ইতিমধ্যেই সেখানে ৬০ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী। হাড়োয়াতেও তৃণমূলের পক্ষে ভোটের ব্যবধান আশাব্যঞ্জক। সে কেন্দ্রে ২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির।
