দুর্ঘটনা রোধে ফের বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। রাস্তায় একাধিক দুর্ঘটনার পরেও হুঁশ ফিরছে না সাধারণ মাষুষের। এবার থেকে সন্তানকে হেলমেট না পরিয়ে যদি বাইক বা স্কুটারে চড়ানো হয়, তাহলে অভিভাবকদের আর্থিক জরিমানা করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। বাইকে করে স্কুলে নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়ার সময় হেলমেট থাকছে না বাচ্চাদের মাথায়। পুলিশ জিজ্ঞাসা করলেই অজুহাত দিচ্ছেন অভিভাবকরা।
এদিন লালবাজারের তরফে জানানো হয়েছে, শহরের বিভিন্ন স্কুলের গেটের সামনে কোন বাচ্চারা হেলমেট পরে অভিভাবকদের সঙ্গে স্কুলে ঢুকছে না তা দেখার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হবে। কারা নিয়ম ভাঙছে তা পুলিশ সহজেই জানতে পারে। তবে শুধুমাত্র হেলমেট হেলমেটে অবশ্যই আইএসআই মার্ক থাকতে হবে। ৭০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রামের মধ্যে হতে হবে ওই হেলমেটের ওজন।