নরেন্দ্র মোদীর সাধের ‘আত্মনির্ভর’ ভারতে বারবার প্রকাশ্যে এসেছে জাতিবৈষম্যের ঘৃণ্য প্রতিচ্ছবি। ফুটে উঠেছে উগ্র হিন্দুত্ববাদীদের আস্ফালন। বিভিন্ন সময় নির্যাতনের কবলে পড়েছেন সংখ্যালঘু ও দলিত শ্রেণীর প্রতিনিধিরা। এবার বিজেপিশাসিত ওড়িশায় হেনস্থার শিকার হলেন এক। আদিবাসী তরুণীকে। চলল মারধর, খিস্তিখেউড়। শুধু তাই নয়, জোর করে মল খাওয়ানোর জন্য বৃদ্ধা মায়ের সামনেই অকথ্য শারীরিক অত্যাচার তরুণীকে। স্থানীয় থানায় লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। পলাতক মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
তাঁর লিখিত অভিযোগে তরুণী জানিয়েছেন, গত ১৬ নভেম্বর গ্রামের পুকুর থেকে স্নান সেরে ফেরার পথে গ্রামেরই এক উচ্চবর্ণের যুবক অভয় বাঘ তাঁর রাস্তা আটকে দাঁড়ান। তরুণীকে জাত তুলে ক্রমাগত গালাগালি দিতে থাকেন তিনি। তাতে জবাব না দিলে তরুণীর বুকে আঘাত করেন ওই যুবক। তরুণীর বৃদ্ধা মা অভয়কে রোখার অনেক চেষ্টা করলেও সফল হননি। আঘাতের জেরে তরুণী মাটিতে পড়ে গেলে প্রথমে প্রবল মারধর করা হয়। পাশাপাশি চলে অকথ্য গালিগালাজ। তারপর শ্বাসরোধ করে তরুণীকে খুন করারও চেষ্টা করেন অভয়। তাতেও না থেমে নিচু জাতের অজুহাতে তরুণীর মুখে জোর করে মল মাখিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, ওই যুবক তাঁর চাষের জমিতে ট্রাক্টর ঢুকিয়ে দেওয়ায় প্রচুর শস্য নষ্ট হয়। এর প্রতিবাদ করাতেই তাঁকে এভাবে মারধর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক গ্রাম ছেড়ে পালিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে ওই যুবকের নামে। ঘটনায় স্বাভাবিকভাবেই কাঠগড়ায় সে রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকার।
