ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে বিরোধীদের কণ্ঠরোধ করতে মরিয়া হয়েছে মোদী সরকার। এবার ফের সেই চিত্রের সাক্ষী রইল সংসদ। বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার থেকে নতুন সংসদ ভবনের প্রবেশদ্বারগুলির সামনে কোনও প্রকার বিক্ষোভ বা ধরনার আয়োজন করা যাবে না৷
প্রসঙ্গত, সংসদ ভবনের মূল প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত মকর দ্বার-সহ অন্যান্য প্রবেশ দ্বারের সামনে বেশ কয়েকবার ধরনা, প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে বিরোধীশিবির। সরকারের এই সিদ্ধান্তকে গণতন্ত্র-বিরোধী দলে বলে অভিযোগ করেছে তৃণমূল৷ বুধবার এ নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন। “মোদী সরকার বারবারই বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে৷ এটা তাদের নতুন একটা পদক্ষেপ৷ এই ভাবে বিরোধীদের দমিয়ে রাখা যাবে না৷ আমরা আগেও পুুরোনো সংসদ ভবনে অনেক প্রতিবাদ করেছি৷ এগুলো শাসক দলের গণতন্ত্র-বিরোধী মতবাদের প্রতিফলন”, স্পষ্ট জানান তিনি।
