রাজ্যজুড়ে সমবায় সমিতির নির্বাচনগুলিতে অব্যাহত তৃণমূলের জয়জয়কার। এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-২ ব্লকের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য পেল ঘাসফুল শিবির। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচন ছিল। মোট আসনসংখ্যা ৪৪টির মধ্যে তৃণমূল পায় ২২টি। তবে তৃণমূলের দাবি, ব্যাঙ্ক নমিনি তৃণমূলের তরফে থাকায় ওই সমবায়ে বোর্ড গঠন করবে তৃণমূলই। যা নন্দীগ্রামে তৃণমূলের এক বড়সড় সাফল্য বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।
এদিনসসকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। ‘‘ব্যাঙ্ক নমিনি আমাদের রয়েছে। তাই ওই সমবায়ে আমরাই বোর্ড গঠন করব। নন্দীগ্রামের মানুষ বুঝতে পারছেন বিজেপির দ্বারা উন্নয়ন সম্ভব নয়’’, জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ।