শ্রমিকদের জন্য এল সুসংবাদ। দীর্ঘ ১৩ বছর পর ফের খুলতে চলেছে রানিগঞ্জের মঙ্গলপুরে হুগলি
জুট মিল। কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকেই জুটমিল খুলে যাবে। হবে চার হাজার মানুষের কর্মসংস্থান। পুরনো শ্রমিকরাই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পুরনো কাগজপত্র নিয়ে তাই শ্রমিকদের ডেকে পাঠানো হয়েছে। চলছে নাম নথিভুক্তীকরণ। প্রায় সাড়ে ১৩ বছর পর বন্ধ কারখানা খোলায় খুশি শ্রমিক ও এলাকার বাসিন্দারা। ২০০৩ সাল নাগাদ এই চটকলটি তৈরি হয়েছিল। ১৪০০ শ্রমিক কাজ করতেন কারখানায়। কিন্ত জুটের তৈরি জিনিসপত্রের চাহিদা কমতে থাকায় এবং বছরের পর বছর আর্থিক ক্ষতির মুখে।পড়ায় ২০১১-র জুন মাসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ
ঝোলায় মিল কর্তৃপক্ষ। ফলত রাতারাতি কর্মহীন হয়ে পড়েন ১৪০০ শ্রমিক।
প্রসঙ্গত, সেইসময় বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ, আন্দোলন ঘটলেও কারখানা খোলেনি। রাজ্য সরকারের পক্ষ থেকেও বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও কিছু হয়নি। সম্প্রতি শ্রমমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। তাতে কারখানা কর্তৃপক্ষ, সরকারের প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ছিলেন। সেখানেই কর্তৃপক্ষ কারখানা পুনরায় খোলার ইচ্ছাপ্রকাশ করেন। এরপরেই দু’দিন আগে কারখানার গেটে নোটিশ দেওয়া হয়, পয়লা ডিসেম্বর থেকে জুটমিল খোলা হবে। স্থানীয় আইএনটিটিইউসি নেতা নির্মল শঙ্খ পাল জানান, মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগেই এই কারখানা খুলছে। ১৩ বছর পর আবার নতুন করে স্বপ্ন দেখছেন শ্রমিকরা। কারখানা খুলে গেলে এলাকার আর্থ-সামাজিক উন্নতি হবে বলে আশাবাদী তিনি।
