ক্ষমতায় আসার পর থেকেই বিগত দশ বছরে গালভরা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে মোদী সরকার। অথচ সেগুলির সিংহভাগই যে স্রেফ ফাঁপা বুলি, তা প্রমাণ হয়ে গিয়েছে কালক্রমে। গত একদশকে মোদী সরকারের আমলে একের পর এক এমন কেন্দ্রীয় প্রকল্প শুরু হয়েছে, যেখানে প্রতিশ্রুতিই সার! বৃহস্পতিবার এমনই একটি কেন্দ্রীয় প্রকল্পের তথ্য সামনে এসেছে যা দেখার পরে একদিকে যেমন কেন্দ্রীয় প্রকল্পে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই বিরোধীশাসিত রাজ্যগুলিতে প্রকল্পের বরাদ্দ অর্থ প্রদান করার বিষয়টিও প্রশ্নের মুখে পড়ছে৷
এদিন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে লোকসভায় কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী শোভা করন্দালাজে জানান, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে বাংলা থেকে নথিভুক্ত হয়েছে মাত্র ১ জন৷ এই প্রকল্প শুরু হওয়ার পরে বাংলা সহ অন্যান্য রাজ্যে মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং কত টাকা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে, প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়৷ কিন্তু জবাব দিতে গিয়ে রীতিমতো হোঁচট খান কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রকল্পে রাজ্য বা জেলাভিত্তিক কোনও অর্থ বরাদ্দ করা হয় না, তা স্বীকার করে নেন তিনি।
