শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। আগামী ৪ ডিসেম্বর থেকে আরম্ভ হতে চলেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কার্যত ঢাকে কাঠি পড়ে গিয়েছে সিনে-পার্বণের। বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্রপ্রেমী মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এর জন্য। গত বছর অর্থাৎ ২০২৩-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩০তম কিফ জৌলুসে আগের বছরগুলিকেও ছাপিয়ে যাবে। প্রতিবারের মতো এবারও তারকাখচিত উৎসবের আয়োজন হবে শহরে। উদ্বোধনী অনুষ্ঠানে বসবে চাঁদের হাট। ৪ ডিসেম্বর ধনধান্য অডিটোরিয়ামে সম্পন্ন হবে উৎসবের শুভ সূচনা তথা উদ্বোধনী অনুষ্ঠান। টলিউডের পাশাপাশি হাজির থাকবেন বলিউড তারকারা। তবে এবছর আসতে পারবেন না শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চনরা। নবান্ন সূত্রে খবর, এবারের চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে সামিল হচ্ছেন জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহা প্রমুখ। তবে জানা যাচ্ছে, মঞ্চে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিপাড়ার একঝাঁক তারকাদের। উৎসব চলবে ৪ থেকে ১১ ডিসেম্বর অবধি৷
প্রতিবারের মতো এবছরও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন ছায়াছবি। উৎসবের শুভ সূচনা ঘটবে কিংবদন্তি পরিচালক তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ ছবি প্রদর্শনের মাধ্যমে। প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ ফ্রান্স। ২৯টি দেশ থেকে অংশ নিচ্ছে মোট ১৭৫টি ছবি। রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, জাপান-সহ বিভিন্ন দেশের ছবি। তবে থাকছে না বাংলাদেশের কোনও চলচ্চিত্র। কম্পিটিশন ক্যাটেগরিতে থাকছে ৪২টি ফিচার ফিল্ম এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। নন-কম্পিটিশন ক্যাটেগরিতে থাকছে ১০৩টি ছবি। নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ-সহ ২০টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিগুলি। উল্লেখ্য, ইরানি চলচ্চিত্রনির্মাতা জাফর পনাহির সম্পাদনায় নাদের সেইভারের পরিচালনায় তৈরি ‘দ্য উইটনেস’ ছবিটি রয়েছে প্রতিযোগিতায়। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এই ছবিটির।
এবছর চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রূপে দেখা যাবে গৌতম ঘোষকে। কো-চেয়ারম্যান হিসাবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আপলোড করা কিছু পোস্টার। মৃৎশিল্পের আঙ্গিকে ডিজাইন করা এই অভিনব পোস্টারগুলির কোনওটায় ফুটে উঠেছে ‘পথের পাঁচালী’র অপু-দুর্গা, কোনওটায় ‘সপ্তপদী’র কৃষ্ণেন্দু-রীনা, কোনওটায় ‘নায়ক’-এর অরিন্দম-অদিতি, কোনওটায় ‘ট্যাক্সি ড্রাইভার’-এর ট্রাভিস বিকল্, আবার কোনওটায় বা ‘জুরাসিক পার্ক’-এর অতিকায় ডাইনোসর। উল্লেখ্য, এবছর শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে চলচ্চিত্র জগতের একাধিক কিংবদন্তিকে। তালিকায় রয়েছেন তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, মার্লোন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোইয়ান্নি, সের্গেই পারাজানভ, আক্কিনেনি নাগেশ্বর রাও, মহম্মদ রফি, বংশী চন্দ্রগুপ্ত, তালাত্ মাহমুদ, মদন মোহন। বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে কুমার সাহানি, অ্যালেন ডেলন, অনুপ কুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও মনোজ মিত্রকে। পাশাপাশি, গগনেন্দ্র প্রদর্শনশালায় তপন সিনহাকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। তাছাড়া একাধিক সেমিনার ও আলোচনাসভা তো রয়েছেই। অংশ নেবেন চলচ্চিত্রজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত রোজ নন্দন চত্বরের একতারা মঞ্চে বসবে ‘সিনে আড্ডা’র আসর। উৎসবের সমাপ্তি-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর, রবীন্দ্রসদন অডিটোরিয়ামে, বিকেল ৫টায়।