ফের উত্তাল হয়ে উঠেছে বাংলা। অতিসম্প্রতিই গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে। বুধবার এ নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে ঢোকার মুখে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “বাংলাদেশের বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক নয়। এটা রাজ্যের বিষয় নয়, দেশের বিষয়। আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থে তৃণমূল দলগতভাবে তাকে সমর্থন করবে। তবে, বাংলাদেশে যেটা ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় এটুকু বলতে পারি।“
প্রসঙ্গত উল্লেখ্য, গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের সময় থেকেই অব্যাহত অশান্তি। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে মহম্মদ ইউনুসের সরকার ব্যর্থ বলে অভিযোগ উঠেছে বারবার। এই নিয়ে রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে তারা। এর মধ্যেই সংখ্যালঘুদের হয়ে সরব হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে রাষ্ট্রদ্রোহিতার আইনে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের আদালতে তোলা হলে তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় নতুন করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। চট্টগ্রাম-সহ বিভিন্ন অঞ্চলে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে।