মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার ক্রমশ স্বনির্ভরতার আলোয় আলোকিত হয়ে উঠছেন বাংলার নারীরা। এবার তাঁদের হাত ধরেই রাজ্য ছুঁল অনন্য মাইলফলক। মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি সামগ্রী এবার দ্বিগুণ বিক্রি হল দার্জিলিংয়ের সরস মেলায়। সপ্তম সরস মেলায় প্রায় ৭ কোটি টাকারও বেশি জিনিস বিক্রি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলার হস্তশিল্প পৌঁছে যাচ্ছে বিশ্বদরবারে। উল্লেখ্য, মমতার উদ্যোগে এবারই প্রথম দার্জিলিংয়ে বসেছিল সরস মেলার আসর। ভিড় জমিয়েছিলেন দেশ ও বিদেশের পর্যটকরা।
উল্লেখ্য, বাংলার মহিলাদের হস্তশিল্পকে বিদেশিদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই পাহাড়কে এবার সরস মেলার জন্য বেছে নেন মমতা। বিপুল সাফল্য পেয়েছে এই পরিকল্পনা। সদ্য শেষ হওয়া সরস মেলায় এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প সামগ্রী বিক্রি হয়েছে বিগত বছরের দ্বিগুণ। তার মধ্যে খেলনা, চাবির রিং কেনার চাহিদা ছিল সবচেয়ে বেশি। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবার শীতকালে রাজ্যে এবং রাজ্যের বাইরেও প্রায় ২০০ মেলায় অংশ নেবেন। এর মধ্যে একাংশের আয়োজিত হবে সরাসরি সরকারি দফতরের পক্ষ থেকে। ভিনরাজ্যে আয়োজিত মেলাগুলির জন্য হস্তশিল্পীদের সমস্তরকম সহায়তা দেবে রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রীর বিক্রি এবং রোজগার বৃদ্ধিই অন্যতম প্রধান লক্ষ্য রাজ্যের।