মোদী-জমানায় রেলের অব্যবস্থা ও অকর্মণ্যতা কার্যত দৈনন্দিন চিত্র হয়ে উঠেছে। যাত্রী নিরাপত্তার প্রশ্নে বারবারই লজ্জার মুখে পড়েছে রেল। পরপর ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে। ট্রেন দুর্ঘটনা এড়াতে রেলের তরফে যে কবচ প্রকল্প ব্যবহারের দাবি জানানো হয়েছে, সেই প্রকল্পের যথার্থতা ঘিরেও সংশয় দেখা দিয়েছে৷ এই আবহে ফের সামনে এসেছে মোদী সরকারের অপদার্থতা। রেল সুরক্ষার জন্য তৈরি কবচ প্রকল্পে বাংলার ট্রেনগুলির যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, সেই প্রশ্নই করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্নের উত্তর দিতে পাড়লেন না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তথ্যও করলেন তিনি।
প্রসঙ্গত, বুধবার লোকসভায় লিখিত প্রশ্নের মাধ্যমে অভিষেক জানতে চেয়েছিলেন, গত তিনটি আর্থিক বছরে কবচ প্রকল্পে মোট কত টাকা ব্যয় করেছে মোদী সরকার। উত্তর দিতে গিয়েও তথ্য গোপন করেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তাঁর দাবি, রেলের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কবচ প্রকল্পের জন্য ইতিমধ্যেই নাকি ১৫৪৭ কোটি টাকা খরচ করা হয়েছে৷ চলতি আর্থিক বছরে ১১১২ কোটি টাকার বরাদ্দও করা হয়েছে এই প্রকল্পে, দাবি করেন রেলমন্ত্রী৷ গত তিনটি আর্থিক বছরের কোনটিতে মোট কত টাকা খরচ করা হয়েছে এবং সেই সময়ে কবচ প্রকল্পের বরাদ্দ কত ছিল, বাংলা এবং ওড়িশার জন্য কবচ প্রকল্পের বরাদ্দ কত ছিল, সবিস্তারে জানতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অথচ তাঁর এই প্রশ্নের জবাব পুরোপুরি চেপে গিয়েছেন রেলমন্ত্রী৷ রেলমন্ত্রীর এই আচরণের তীব্র নিন্দায় ইতিমধ্যেই সরব হয়েছে ঘাসফুল শিবির।