মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই কড়া পদক্ষেপের পথে হেঁটেছে প্রশাসন। বেআইনিভাবে কয়লা খনিমুখ থেকে কয়লা তোলার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে, প্রাণ হারান অনেকেই। পুলিশের কাছে প্রচুর অভিযোগ জমা পড়ে। আসানসোল-রানিগঞ্জের বড়দই এলাকায় গজিয়ে ওঠা প্রায় আটটি অবৈধ কয়লা খনিমুখ থেকে চোরাগোপ্তা কয়লা তোলা হচ্ছিল বলে অভিযোগ আসতেই সেই কয়লা তোলার আগেই সেই কয়লাখনির মুখগুলিকে ভরাট করে দেওয়ার উদ্যোগ নেওয়া হল। খবর পেয়েই তৎপর হল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বড়দই এলাকার মানুষজন অভিযোগ করেছিল, এলাকায় অবৈধ কয়লাখনি গজিয়ে উঠছে এবং তা থেকে কয়লা তোলা হচ্ছে। অভিযোগ পেয়েছিল পুলিশও। তাতেই সেই সকল কয়লাখনির মুখগুলিকে ভরাট করে দিতে উদ্যোগ গ্রহণ করল রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। যাতে সেখান থেকে অবৈধভাবে কয়লা তোলা না যায়। স্থানীয় এলাকার মানুষ জানান, এভাবে অবৈধ কয়লা খাদান গজিয়ে উঠেছে বলেই দাবি করেছিল। সেই সব বিষয়গুলি লক্ষ্য করেই এবার কঠোর ব্যবস্থা নিল পুলিশ।