মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই তৎপর হল রাজ্য। ভিনরাজ্যে আলু, পেঁয়াজ রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিল নবান্ন।সেই সঙ্গে সীমান্তগুলিতেও নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। যাতে অন্য পথে ভিন রাজ্যে আলু, পিঁয়াজ কেউ পাঠাতে না পারে। শুক্রবার মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিন বিকেলে নবান্নে টাস্কফোর্সের বৈঠক বসে। বৈঠকে স্থির হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আপাতত ভিন রাজ্যে আলু ও পেঁয়াজের রফতানি বন্ধ রাখা হবে। পরে টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, মুখ্যমন্ত্রী যে পরামর্শগুলি দিয়েছেন সেগুলি কত দ্রুত কার্যকর করা যায় সে-বিষয়টি আমাদের আরও বেশি করে দেখতে বলা হয়েছে। আলু ব্যবসায়ীরা ২৬ টাকা প্রতি কেজি দরে আলু দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীকালে দাম বাড়িয়ে দেন তাঁরা। ভিন রাজ্যে রফতানির ক্ষেত্রেও প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। সেই কারণেই আলুর দাম এতটা বেড়ে গিয়েছে।
প্রসঙ্গত, আগামী মাসে হিমঘর থেকে আলু বেরোনোর কথা। ফলে ওই সময় থেকে ফের বাজারে আলুর দাম কমতে শুরু করবে বলেই জানান তিনি। পিঁয়াজ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কোলে বলেন, রাজস্থানের আলওয়ার ও দক্ষিণের রাজ্যগুলি থেকে পেঁয়াজ ঢুকতে শুরু করেছে৷ এবার পেঁয়াজের দামও ধীরে ধীরে কমে যাবে। রাজ্যে শাকসবজি বিশেষ করে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্য সরকার গঠিত টাস্কফোর্সের সদস্যরা শুক্রবার সকালে বিভিন্ন বাজারে হানা দেন। কোথাও অতিরিক্ত দামে সবজি বিক্রি করা হচ্ছে কিনা তার খোঁজ নেন। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশি পদক্ষেপ করা হতে পারে বলেও ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।