[Total_Soft_Poll id=”2″]
প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রীকে ঘিরে মানুষের মধ্যে দেখা দেল অদ্ভুত উন্মাদনা। অনিতা প্যালেসে লোকে লোকারণ্য। উলুবেড়িয়ার বিদায়ী সাংসদ সাজদা আহমেদের জন্য অপেক্ষারত মানুষের মধ্যে খুশির হাওয়া বয়ে গেল। অনেকক্ষণ অপেক্ষার শেষে নিস্তরঙ্গ সমুদ্রে যেন হঠাৎ করে তুফান এল। অপেক্ষারত জনতার মধ্যে থেকে গগনভেদী চিৎকার উঠল, “সাজদা আহমেদ জিন্দাবাদ, সুলতান আহমেদ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।” সংসদের অধিবেশন না থাকলে প্রতি শনিবার সাজদা আহমেদ অনিতা প্যালেসে স্থানীয় মানুষদের সমস্যার কথা শোনেন এবং তা প্রতিকারের উদ্যোগ নেন। সেদিনও তিনি এলাকার মানুষদের অভাব অভিযোগের কথা শুনছিলেন। তারই মধ্যে কয়েক জন তৃণমূল কর্মী তাঁদের এলাকায় নির্বাচনী প্রচারের জন্য সাজদা আহমেদকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। সাজদা আহমেদ মুচকি হেসে সবিনয়ে ওই এলাকায় প্রচারে যাওয়ার প্রতিশ্রুতিও দিলেন। তিনি জানান এদিন তিনি এলাকার মানুষের সমস্যার কথা শোনার জন্যই অনিতা প্যালেসে এসেছেন। সাজদা আহমেদ বললেন, “সকলেই যদি আমরা নির্বাচনী প্রচার নিয়ে সারাদিন ব্যস্ত হয়ে পড়ি তাহলে এই সব অসহায় মানুষগুলোর কথা কে শুনবে?”
আসন্ন লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ছেলে সারিককে পাশে নিয়ে হাত জড়ো করে হাসিমুখে সকলের অভিবাদন গ্রহণ করলেন। ভিড়ের মধ্যে থেকে সাংসদের উলুবেড়িয়ার আপ্ত সহায়ক রঞ্জিত গঙ্গোপাধ্যায় এগিয়ে এসে তাঁদের দু’জনকে ভিতরে নিয়ে গেলেন। বাইরে জনতার উল্লাস চলতেই থাকল।
[Total_Soft_Poll id=”3″]
উলুবেড়িয়া শহরের ছয় নম্বর জাতীয় সড়কের উভয় পার্শ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যস্ত নাগরিক জীবন। এখানে জাতীয় সড়কের দুটি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ের একটি হল নরেন্দ্র সিনেমা মোড় এবং অপরটি নিমদিঘি। নিমদিঘি থেকে উত্তর দিকে আনুমানিক ৩০০ মিটার এগোলেই যদুরবেড়িয়ার অনিতা প্যালেস। ২০১৩ সালে দোতলা এই বাড়িটি ভাড়া নেন তৎকালীন সাংসদ সুলতান আহমেদ। তখন থেকেই তিনি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের যাবতীয় কাজ এই বাড়িটি থেকে পরিচালনা করতেন। এলাকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ, তাঁদের সমস্যার কথা শোনা, সমস্যার প্রতিবিধান করা ছাড়াও নাগরিক উন্নয়নের পরিকল্পনা রচনা সবকিছুই পরিচালিত হতো এখান থেকেই। সেই থেকেই অনিতা প্যালেস হয়ে উঠেছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের একটি অন্যতম প্রাণকেন্দ্র।