‘শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই রামের নাম ব্যবহার করে রামরাজত্ব চালানো হচ্ছে দেশজুড়ে। আসলে রামের প্রতি নূন্যতম ভক্তি বা নিষ্ঠা নেই বিজেপির।’ রাজ্যে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন খোদ শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী। অনুষ্ঠানে রামমন্দির ইস্যু এবং বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তি স্থাপন, এই দুটি বিষয় নিয়ে বিজেপিকে রীতিমতো তুলোধোনা করেছেন তিনি। শঙ্করাচার্যের সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন প্রমুখ।
মঙ্গলবার শ্রীরামপুর এবং কোন্নগরে আয়োজিত দুটি ধর্মীয় সভাতেই উপস্থিত সকল ভক্তকে বিজেপি সম্পর্কে সাবধান করেন দ্বারকাপীঠ ও জ্যোতিঃমঠের শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী। তিনি বলেন, ‘রাজনৈতিক লোকেরা ভগবান রামকে ভগবান মানেন না৷ তাঁরা রামকে মহাপুরুষ মনে করেন। আমার প্রশ্ন, তাহলে কি বল্লভভাই প্যাটেল শ্রী রামচন্দ্রের থেকেও বড় মহাপুরুষ ছিলেন? মহাপুরুষ বল্লভভাই প্যাটেলের মূর্তির উচ্চতা ১৭৮ মিটার, আর সরযূ নদীর তীরে বানানো মহাপুরুষ রামচন্দ্রের মূর্তির উচ্চতা মাত্র ১৫০ ফুট!’ তাঁর কথায়, ‘দেশে নাকি রামরাজত্ব চলছে। কিন্তু এদিকে বল্লভভাই প্যাটেল রামের চেয়েও বড়।’