বাংলায় আবারও মুখ পুড়লো বিজেপির। তাও আবার খোদ রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতার বুকেই। গতকাল বিজেপির কিষাণ মোর্চার ডাকা বিধানসভা ঘেরাও অভিযান কার্যত এক ফ্লপ শো’ই হল। রানি রাসমণি অ্যাভিনিউয়ের একটা প্রান্তও ভরাতে পারল না গেরুয়াবাহিনী। শেষমেশ একপ্রকার নিরুপায় হয়ে আইন অমান্য করার সিদ্ধান্ত নিলেও তাতেও সমর্থকের সংখ্যা ছিল হাতেগোনা। কিষাণ মোর্চার সমর্থকদের চেয়ে পুলিশের সংখ্যা ছিল দ্বিগুণ।
রাজ্য সরকার কৃষক বিরোধী নীতি নিয়েছে, কিষাণ মোর্চার তরফে এমনই একটি ভিত্তিহীন অভিযোগ তুলে বিধানসভা ঘেরাওয়ের ডাক দেওয়া হয় মঙ্গলবার। বেলা ১টা নাগাদ মিছিল শুরু হয় বিজেপি’র রাজ্য দফতরের সামনে থেকে। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে হেঁটে এসে ২টো নাগাদ তাঁরা হাজির হন রানি রাসমণি অ্যাভিনিউতে।
পুলিশ সূত্রে খবর, ৫০০ জনের বেশি সমর্থক ছিলেন না। তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে রাস্তার ওপর বসে পড়েন। এই অভিযানকে ঘিরে আগেভাগেই প্রস্তুত ছিল পুলিশ। একাধিক ব্যারিকেড তৈরি করা হয়। তাঁদের কয়েকজন প্রতিনিধি বিধানসভায় যেতে চান। কিন্তু পুলিশ জানিয়ে দেয় বিধানসভায় যাওয়া যাবে না। এরপর তাঁরা আইন অমান্য করার সিদ্ধান্ত নেন। কিন্তু ততক্ষণে অধিকাংশ সমর্থকই চলে গিয়েছেন। ফলে সহজেই পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপরই তাঁরা চলে যান।
কিষাণ মোর্চার বিধানসভা ঘেরাও অভিযানের কারণে রানি রাসমণি অ্যাভিনিউ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় দুপুর থেকেই। ফরে লেনিন সরণী, সেন্ট্রাল অ্যাভিনিউতে যানজট ছড়িয়ে পড়ে। বাস এবং প্রাইভেট গাড়িগুলিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। একাধিক গাড়িকে বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ এই যানজট চলে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।