সাম্প্রদায়িকতার করাল আঁচে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। সে প্রসঙ্গে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আমতলায় এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি আগেই আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আবারও বলছি আপনাকে দেশের সংবিধান মেনে চলতে হবে। এই ইস্যুতে রাজ্যের কোনও ভূমিকা নেই। পুরোটাই কেন্দ্রের উপর নির্ভর করে। এক্ষেত্রে কেন্দ্রের উচিৎ বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের বোঝানো উচিত।”
পাশাপাশি তিনি বলেন, “বাংলাদেশে যা ঘটছে তা কোনভাবেই রাজনৈতিক ইস্যু হতে পারে না। যদিও বিজেপির কাছে সবই রাজনীতি। তা আরজি কর হোক কিংবা বাংলাদেশ। এরপরেই বিজেপিকে খোঁজা দিয়ে অভিষেক বলেন, কেন্দ্রে আপনাদের সরকার রয়েছে, কেন আপনারা দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন না। দলের সর্বভারতীয় সম্পাদকের স্পষ্ট কথা, তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সিদ্ধান্তকেই সমর্থন করবে। না হলে পররাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে বলুক তাহলে রাজ্য সরকার বিষয়টি দেখে নেবে, তখন রাজ্য সরকার ভাববে।” অনুপ্রবেশ নিয়ে অভিষেককে প্রশ্ন করা হলে তা নিয়ে স্পষ্ট জবাব দেন তিনি। “এটা বিএসএফের দায়িত্ব। বাংলার পুলিশের নয়। আর স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব রয়েছেন অমিত শাহ”, বক্তব্য তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের।