শোকের ছায়া শহরের রাজনৈতিক মহলে। প্রয়াত হলেন কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর ও বোরো চেয়ারপার্সন দীপু দাস ঠাকুর। বৃহস্পতিবার রাতে ডায়ালিসিস চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। “কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং বরো চেয়ারপার্সন দীপু দাস ঠাকুরের প্রয়াণে শোকাহত। আমাদের দলের প্রাক্তন কাউন্সিলর প্রয়াত দুলাল দাস ঠাকুরের স্ত্রী এবং বর্তমান কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের মা ছিলেন তিনি। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই”, এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি।
প্রসঙ্গত, যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পুরমাতা ছিলেন দীপু দাস ঠাকুর। দলের নেতা–কর্মী–সমর্থকরা বাড়িতে ভিড় করেছেন। শোকাহত সাধারণ মানুষরাও।