জননেতা তিনি। জনসাধারণের ‘কাছের মানুষ’। আমজনতার বিপদে-আপদে বারবারই মুশকিল আসান হয়ে উঠেছেন ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গরাজনীতির আঙিনায় সর্বজনবিদিত তাঁর ‘ডায়মন্ড হারবার মডেল’। আজ থেকে অভিষেকের উদ্যোগেই ডায়মন্ড হারবারে শুরু হচ্ছে স্বাস্থ্য শিবির।
শনিবার বিকেলে আমতলার সমন্বয় অডিটোরিয়ামে এই স্বাস্থ্য শিবিরের সূচনা করবেন তিনি। এর নামকরণ করা হয়েছে ‘ডক্টর্স কনভেনশন, হেল্থ ফর অল’। এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের ডাক্তারদের সঙ্গে মুখোমুখি কথা বলবেন তিনি। আগামী একমাসব্যাপী ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রেই ঘুরিয়ে ফিরিয়ে এই স্বাস্থ্য শিবির চলবে। প্রতিদিন প্রায় ১০০টি শিবির হবে। প্রতিটি বিধানসভায় চলবে ১০ দিন করে। এই বিশাল স্বাস্থ্য শিবিরে ডায়মন্ড হারবারবাসী সবরকম অসুখের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন এর মাধ্যমে।