প্রবল ব্যস্ততার ফাঁকেও কাগজ-কলম নিয়ে সময় কাটাতে ভালবাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন গদ্য, কবিতা, গান। ইতিমধ্যেই ১০০ ছাড়িয়েছে তাঁর লেখা বইয়ের সংখ্যা। প্রবল জনপ্রিয়তাও অর্জন করেছে বইগুলি। প্রতিবছরে বইমেলায় ‘বেস্টসেলার’-এর তালিকায় থাকে মুখ্যমন্ত্রীর লেখা বই। এবার সেই বইয়ের রেকর্ড বিক্রি হল কোচবিহার রাসমেলায়। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির স্টলে রীতিমতো লাইন দিয়ে বই কিনছেন পাঠকরা। কোচবিহার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা প্রাথমিক শিক্ষা সাংসদের চেয়ারম্যান রজত বর্মা, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সভাপতি মানস ভট্টাচার্য-সহ কোচবিহারের শিক্ষক নেতারা ছিলেন সেখানে। জানা গিয়েছে, কোচবিহারে ১৫ নভেম্বর শুরু হয়েছিল মদনমোহন ঠাকুরের রাস উৎসব। এরপরে ১৬ নভেম্বর থেকে কোচবিহার রাসমেলা ময়দানে শুরু হয়েছিল রাসমেলা।
প্রসঙ্গত, এই রাসমেলার পরিচালনা করে কোচবিহার পুরসভা। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসেন। তাঁর দেখানো পথেই এগিয়ে যেতে চান। মুখ্যমন্ত্রীর লেখা বইও বাংলার মানুষের কাছে ততটাই অনুপ্রেরণাদায়ক। তাই রাসমেলায় মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের রেকর্ড বিক্রি হয়েছে। পাঠক মহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইগুলির বিপুল চাহিদা। রাসমেলাতে শিক্ষক সংগঠনের স্টল থেকেও মেলায় আগত দর্শনার্থীরা এই বই কিনেছেন।” পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সভাপতি মানস ভট্টাচার্য জানান, এবছর রেকর্ড বিক্রি হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা বই।