তিনি তৃণমূলের তৃণমূলের সংসদীয় দলের সভানেত্রী। কাজেই, সংসদের যেকোনও বিষয়ে দলের অবস্থান কী হবে, তা নির্ধারণ করবেন তিনিই। বৃহস্পতিবার রাঁচি থেকে কলকাতায়
ফিরে এমনই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বললেন, এই ব্যাপারে লোকসভা ও রাজ্যসভায় দলের নেতা ও হুইপদের মতামত নেবেন তিনি।
এদি ন দলনেত্রী বলেন, “পার্লামেন্টের কোনও বিষয়ে দলগত অবস্থান ঠিক করার বিষয়টা ব্যক্তিগত নয়। সিদ্ধান্ত নেবেন সংসদীয় কমিটির চেয়ারম্যান অর্থাৎ আমি। লোকসভায় আমাদের লিডার রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ ও চিফ হুইপ নাদিমূল হক। সুতরাং তাঁরা সিদ্ধান্ত নেবেন।” তার আগে তাঁর মতামত চাওয়া হলে তা জানিয়ে দেবেন তিনি। তিনিই – জানালেন মমতা

তিনি তৃণমূলের তৃণমূলের সংসদীয় দলের সভানেত্রী। কাজেই, সংসদের যেকোনও বিষয়ে দলের অবস্থান কী হবে, তা নির্ধারণ করবেন তিনিই। বৃহস্পতিবার রাঁচি থেকে কলকাতায়
ফিরে এমনই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বললেন, এই ব্যাপারে লোকসভা ও রাজ্যসভায় দলের নেতা ও হুইপদের মতামত নেবেন তিনি।
এদি ন দলনেত্রী বলেন, “পার্লামেন্টের কোনও বিষয়ে দলগত অবস্থান ঠিক করার বিষয়টা ব্যক্তিগত নয়। সিদ্ধান্ত নেবেন সংসদীয় কমিটির চেয়ারম্যান অর্থাৎ আমি। লোকসভায় আমাদের লিডার রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ ও চিফ হুইপ নাদিমূল হক। সুতরাং তাঁরা সিদ্ধান্ত নেবেন।” তার আগে তাঁর মতামত চাওয়া হলে তা জানিয়ে দেবেন তিনি।