এবার ওয়াকফ সংশোধন বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল সম্পর্কে আগামী সোমবার ও মঙ্গলবার, দু’দিন আলোচনা রয়েছে রাজ্য বিধানসভায়। আজ, বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, নতুন বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, “ওয়াকফ আইনে পরিণত হলে ওয়াকফ ব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে। ২০২৪ সালে যেটা আনা হয়েছে, আমি মনে করি রাজ্যগুলির সঙ্গে আলোচনা করার দরকার ছিল। অথচ আমাদের সঙ্গে কোনও কনসাল্ট করা হয়নি। এমনকি আমাদের সাংসদরা এই নিয়ে প্রতিবাদও করেছিলেন। তাঁদের প্রতিবাদের ফলেই সংসদীয় কমিটি করেছিল। কিন্তু এর পরেও সরকার বিল নিয়ে কাগজে একটা শুধু নোটিফিকেশন দিয়েছে। আলোচনা করেনি কোনরকম।”
পাশাপাশি, মমতার বক্তব্য, “এই বিলটির মাধ্যমে ২৬ নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার ও ১৪ নম্বর ধারায় সাম্যের অধিকারকে লঙ্ঘন করা হয়েছে। অতএব আমরা এই বিলটির কঠোর প্রতিবাদ করছি। এই বিল এইভাবে নিয়ে এসে রাজ্য বিধানসভাকেও অপমান করা হয়েছে।” এখানেই থেমে থাকেননি তিনি। “কেন্দ্রীয় সরকারের এই বিল ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী। ওয়াকফ প্রপার্টিতে শুধু মুসলিম সম্প্রদায় দান করে না, অন্য সম্প্রদায়ের মানুষও দান করেন, যাতে সেই সম্পত্তি সাধারণ মানুষের কাজে লাগে। ওয়াকফ প্রপার্টিতে আমরা ইন্টারফেয়ার করি না। আমাদের সময় কোনও ওয়াকফ প্রপার্টি দখল করা হয়নি, যা হওয়ার তা আগেই হয়েছে। কিন্তু মুসলিমদের কোনও অধিকার কেড়ে নেওয়াকেই আমি সমর্থন করতে পারি না”, এদিনের অধিবেশনে জানান মুখ্যমন্ত্রী।