বাংলায় একের পর এক নির্বাচনে ডরাডুবির পর থেকেই ক্রমাগত সাংগঠনিক দুর্বলতা বেআব্রু হয়েছে গেরুয়াশিবিরে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে আসছে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল। ধরছে ভাঙন। ব্যক্তিক্রম নয় মেদিনীপুরও। নেতা-কর্মীরা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এবার রাজ্য সরকারের উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করলেন বিজেপির বুথ সভাপতি উত্তম রানা। তিনি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের করলদা নহেরাবাড় বুথের বিজেপির বুথ সভাপতি ছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি বিকাশচন্দ্র বেজের হাত ধরে তৃণমূলে যোগদান করেন ওই নেতা। মূলত রাজ্য সরকারের উন্নয়নের জোয়ারে সামিল হতে এই যোগদান বলে জানিয়েছেন উত্তম। আগামী দিনে আরও বহু সংখ্যক মানুষ তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন বিকাশবাবু।