মঙ্গলবার নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর দেবার পর একাধিক ঘোষণা করেন তিনি। এদিন মমতা বলেন, “যেখানেই পুজো দিই আমার গোত্র জিজ্ঞেস করলে বলি মা মাটি মানুষ। এখানেও তাই বলেছি।” মঙ্গলবার বিকেল ৩টে ২০ নাগাদ মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির সদ্য জয়ী বিধায়ক সনৎ দে, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী, বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান, নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বারাকপুরের সিপি অলোক রাজোরিয়া প্রমুখ। এদিন প্রায় ২০ মিনিট ধরে তিনি পুজো মমতা। এরপর দলীয় নেতাদের সঙ্গে কিছুটা আলাপচারিতা করে বাইরে এসে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “অনেকদিন ধরেই ইচ্ছা ছিল আসবো। কিন্তু আসা হয়নি, মা না ডাকলে তো আর আসা যায়না।”
এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মন্দিরের ও ভক্তদের নিরাপত্তার কারণে মন্দির চত্ত্বরে একটি পুলিশ ফাঁড়ি করা হবে। একটি হাইমাস লাইট বসানো হবে। মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটটি বড়মার নামে করা হবে। এবং ঘাটটির আধুনিকীকরণের জন্য ১০ লক্ষ টাকা দেওয়া হবে পাশাপাশি পার্থ ভৌমিককে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পার্থ তার সাংসদ তহবিলের ৪ কোটি টাকায় নৈহাটি ও ভাটপাড়া এই দুটি হাসপাতালে দুটি ওপিডি করে দেবে। প্রতিটির জন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওপিডি হয়ে গেলে এখানকার মানুষদের চিকিৎসার জন্য আর দূরে ছুটতে হবে না।” উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দেকে বিপুল ভোটে জেতানোর জন্য নৈহাটির মানুষকেও তিনি ধন্যবাদ জানান। “আজকের এখানে আসা কোন রাজনৈতিক কর্মসূচি নয়। শুধুমাত্র পুজো দিতে আসা”, জানান মুখ্যমন্ত্রী।