ছ’ছয়ে ছয়। ছ’য়েই জয়। বিধানসভা উপনির্বাচনেও বাংলা জুড়ে বইল সবুজ ঝড়। সবক’টি কেন্দ্রেই বিপুল ব্যবধানে জিতল ঘাসফুল শিবির। ধরাশায়ী বিজেপি। এহেন ফলাফলে আপ্লুত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে উপনির্বাচনের ফল কার্যত পরিষ্কার হয়ে যাওয়ার পরেই সাধারণ মানুষকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন তিনি। ‘‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ। এটাই আমাদের পরিচয়’’, সমাজমাধ্যমে পোস্টে লিখেছেন মমতা।
প্রসঙ্গত, অতীতে একাধিক বার বিজেপি নেতাদের ‘জমিদার’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। গত লোকসভা ভোটের সময়ে এই ইস্যুতে বিস্তর চর্চা হয়েছে। উপনির্বাচনের এই জয়ের পর বিরোধীদের সেই খোঁচাই দিলেন মমতা। ‘‘আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে’’, স্পষ্ট বক্তব্য তৃণমূল নেত্রীর।
link: https://x.com/MamataOfficial/status/1860231566838104113?t=O5e8kWeyb34cdVRmgmPIwQ&s=19