আরও একবার চুরমার হয়ে গেল পদ্মশিবিরের গুমর। রাজ্যের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচনে ধুয়েমুছে সাফ বিজেপি। সবকটি আসনেই জয়জয়কার তৃণমূলের। বাংলা জুড়ে ফের বইল সবুজ ঝড়। নিজেদের জেতা পাঁচ আসন তো বটেই, পাশাপাশি বিজেপির জেতা মাদারিহাটও ছিনিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। ৩০,৩০৯ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মাদারিহাট আসনটি বিজেপির দখলে ছিল। চলতি বছরের লোকসভা ভোটের নিরিখে ১১,০৬৩ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। একুশের বিধানসভা নির্বাচনে ২৯,৬৮৫ ভোটের ব্যবধানকে এগারো হাজারে কমিয়ে এনেছিল জোড়াফুল শিবির। আর উপনির্বাচনে আসনটিতে জয়লাভ করল তারা।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৬২ সাল থেকে ২০১১ অবধি মাদারিহাট ছিল বামফ্রন্ট শরিক আরএসপির দখলে। কেবল ১৯৬৭-তে একবার জয়ী হয়েছিল কংগ্রেস। ২০১১-য় প্রবল মমতা হওয়াতেও মাদারিহাট লাল ছিল। ২০১৬ এবং ২০২১ সালে জয়ী হয় বিজেপি। এবার মনোজ টিগ্গা সাংসদ হতেই তাঁর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন হল এবং তৃণমূল আসনটির দখল নিল। সিতাই, মাদারিহাটের মতো বিধানসভা, কোচবিহার লোকসভা একে একে উত্তরের হারানো জমি ফিরে পাচ্ছে তৃণমূল। মাদারিহাটে বিজেপির এহেন ভরাডুবি যে ২০২৬-র আগে গেরুয়া-নেতৃত্বকে বড়সড় দুশ্চিন্তায় ফেলল, তা বলাই বাহুল্য।
