শনিবার প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। প্রত্যাশিত ভাবেই সবক’টি আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল। নিজেদের জেতা পাঁচ আসন তো বটেই, পাশাপাশি বিজেপির জেতা মাদারিহাটও ছিনিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। এদিন ফলাফল সামনে আসতেই দলীয় প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেছেন, “মাদারিহাটের জনগণকে বিশেষ ধন্যবাদ, আমাদের প্রথম বারের মতো সুযোগ দেওয়ার জন্য।” নাম না করে বিজেপিকে ‘জমিদার’ কলে কটাক্ষ করেন অভিষেক। “জমিদার (বিজেপি), সংবাদমাধ্যম এবং কলকাতা হাইকোর্টের একাংশ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য লাগাতার বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কিন্তু, বাংলার মানুষ তাতে সাড়া দেয়নি। তাঁরা ফের একবার তৃণমূলের উপরেই আস্থা রেখেছেন”, লেখেন তিনি।
পাশাপাশি বিপুল জয়ের সব কৃতিত্ব দলের নেতা, কর্মীদের দিয়েছেন অভিষেক। তাঁদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অক্লান্ত প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে তাঁর আশ্বাস, “তৃণমূল কংগ্রেস বাংলার সম্মান ও গর্ব রক্ষা করতে এবং বাংলার মানুষকে পরিষেবা প্রদান করতে লাগাতার এভাবেই কাজ করে যাবে।” শুধু বাংলাই নয়, মেঘালয় বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। শুক্রবার সে রাজ্যেরও ফল প্রকাশিত হয়েছে। কিন্তু সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও জিততে পারেনি তৃণমূল। তবে দলের কর্মীদের অভিনন্দন জানাতে ভোলেননি অভিষেক। “আমি সাধিয়ারানি এম সাংমা এবং গোটা দলকে আন্তরিক অভিনন্দন জানাই। মুকুল সাংমা এবং চার্লস পিংগ্রোপের দক্ষ নেতৃত্বে মেঘালয়ে তৃণমূল অক্লান্ত পরিশ্রম করেছে। সব প্রতিকূলতা সত্ত্বেও আমরা শক্তিশালী লড়াই করেছি। তার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। মেঘালয় ইউনিটের সকল সৈনিকদেরও স্যালুট। মেঘালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমরা অঙ্গীকারবদ্ধ। গামবেগরের জনগণকে ভালবাসা এবং সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ। আমি আপনাকে আশ্বস্ত করছি, এই সুন্দর রাজ্যে মানুষের সেবায় কোনও খামতি রাখবে না তৃণমূল”, বক্তব্য তাঁর।
link: https://x.com/abhishekaitc/status/1860242529989591195?t=xTszOJ1tHjRo6jMoD45Dvw&s=19